Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় পূজাঅর্চনা-অর্ঘ্যদানে রাম নবমী উৎসব

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পিএম

বগুড়ায় পূজাঅর্চনা-অর্ঘ্যদানে রাম নবমী উৎসব

অতীত জীবনের পাপ মোচনসহ পূন্যলাভের আশায় মন্দির সংলগ্ন শাঁখারী পুকুরে রাম নবমী স্নানে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দির প্রাঙ্গনে রাম নবমী উৎসব উদযাপিত। অন্যান্য বছরের ন্যায় এবারো ভারতসহ দেশ-বিদেশের পূণ্যার্থীরা এসেছেন ওই স্নান উৎসবে। বুধবার (১৭ এপ্রিল) দিনব্যাপী অতীত জীবনের পাপ মোচনসহ পূন্যলাভের আশায় মন্দির সংলগ্ন শাঁখারী পুকুরে রাম নবমী স্নানে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।

উৎসব কমিটির আহবায়ক দিলীপ কুমার দেব জানান, সনাতন ধর্মীয় শাস্ত্রমতে উপমহাদেশের ৫১টি পীঠস্থানের অন্যতম বগুড়ার শেরপুরের ঐতিহাসিক মা ভবানীর মন্দির। এখানে এসে এই দিনটিতে অংশ নিলে তার অতীত জীবনের পাপ মোচনসহ পূন্যলাভ হয়। আর সেই আশায় দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত নর-নারী ও শিশু কিশোর মন্দিরের শাঁখা পুকুরে স্নান করেন। সেইসঙ্গে ঐতিহাসিক এই মন্দিরে রক্ষিত প্রতিমা দর্শন, পূজাঅর্চনা, ভোগদান, অর্ঘ্যদান ও মাতৃদর্শন করেন ভক্তরা।

তিনি আরও বলেন, প্রতি বছর চৈত্রের রাম নবমী তিথিতে মন্দির ও তার আশেপাশের এলাকাজুড়ে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাম নবমী উৎসবটির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে গত মঙ্গলবার বিকাল থেকেই দেশ বিদেশের পূণ্যার্থীরা আসতে থাকেন। তাই বুধবার দর্শনার্থীদের পদভারে মন্দির প্রাঙ্গন ও আশেপাশের এলাকা কাঁনায় কাঁনায় ভরে ওঠেছে। মন্দিরস্থল হয়ে ওঠেছে আগত পূণ্যার্থীদের মিলনমেলায়।

এদিকে রাম নবমী উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় মা ভবানী মন্দিরের চারপাশে মেলা বসেছে। মেলায় মিষ্টান্ন সামগ্রীসহ পাওয়া যায় রকমারি খাবার। সেইসঙ্গে শিশুদের বিভিন্ন খেলনা, ইতিহাস ঐতিহ্যখ্যাত বই পুস্তকও মেলায় পাওয়া যায়।

 

 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন