যশোরের শার্শায় ৬টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক যুবক চয়ন
যশোরের শার্শা থেকে ৬টি স্বর্ণের বারসহ চয়ন হেসেন নামে পাচারকারী এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক চয়ন গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক চয়নের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বার যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গোগার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে অবস্থান করে। এ সময় ওই পাচারকারী ব্যটারিচালিত একটি ভ্যানে করে সীমান্তের দিকে আসলে তাকে থামিয়ে তল্লাশি করে বিজিবি। জুতার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।