রাজশাহীতে মানহীন ভোজ্যতেল বাজারজাতের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম
ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলার এই মানববন্ধনের আয়োজন করে।
ক্যাব রাজশাহী জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার একেএম খাদিমুল ইসলাম, সাংবাদিক অ্যাড. মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, সাংবাদিক লিয়াকত আলী, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি রওশন আরা পপি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রাম ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান।