অটোচালককে মারধরের জেরে সংঘর্ষ, আটক ১০
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম
প্রতিকী ছবি
ভৈরবে অটোচালককে মারধর করায় দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ায় ৫জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ র্যাব ও পুলিশ দুই পক্ষের ১০ জনকে আটক করেছে। রবিবার রাত ৯ টার দিকে এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও র্যাবসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা ৫ রাউণ্ড টিয়ার শেল নিক্ষেপ করেছি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গত রবিবার ভৈরব বাসস্ট্যাণ্ড এলাকায় অটো রিকশার ভাড়া নিয়ে স্থানীয় আড়াই বেপারির বাড়ীর শফিক মিয়ার সাথে বাকবিতাণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আড়াই বেপারির বাড়ীর লোকজন আলিম সরকারের বাড়ীর একটি ছেলেকে ছুরিকাঘাত করে। এতে দুই বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ সহ দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউণ্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে র্যাব ও পুলিশ ঘটনাস্থল থেকে দুই গ্রুপের ১০ জনকে আটক করেছে।