Logo
Logo
×

সারাদেশ

ককটেল ফাটিয়ে, কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৪:২৭ পিএম

ককটেল ফাটিয়ে, কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ছবি-সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা বহনকারী তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয় তাদের মোটরসাইকেলও। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে থানা-পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে ভাণ্ডারিয়ার গৌরীপুরের রাধানগর গ্রামের আমান উল্লাহ কলেজসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, মঠবাড়িয়ার কাঠ ব্যবসায়ী হানিফ ফরাজী, রাজীব ফরাজী ও রনি কবিরাজ মোটরসাইকেলে কাঁঠালিয়া থেকে ভাণ্ডারিয়া হয়ে মঠবাড়িয়া যাচ্ছিলেন। রাত ৯টার দিকে ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আমান উল্লাহ কলেজসংলগ্ন সড়কে এলে সেখানে একটি মাইক্রোবাসে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের পথ রোধ করে। এ সময় ওই তিন ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাদের কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।

ব্যবসায়ী হানিফ ফরাজী বলেন, কাঠ কিনতে আমরা কাঁঠালিয়া যাই। সেখানে থেকে বাড়ি ফেরার সময় কলেজসংলগ্ন সড়কে এলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পথ রোধ করে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। হামলায় রাজীব ফরাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সব বলা যাচ্ছে না।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন