ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকানোর চেষ্টা, জরিমানা
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৪:৪০ পিএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রশাসনের নজর এড়াতে রাতের বেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গেলে সড়কে মাটি ও গাছ ফেলে ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে
উপজেলার বজরা ইউনিয়নে এমন ঘটনা। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাফর
আহাম্মদ নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া। দণ্ডিত জাফর আহাম্মদ উপজেলার
আলোকপাড়া গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া বলেন, মাটি ও বালু
ব্যবস্থাপনা আইনে জাফর আহাম্মদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি
এই কাজের পুনরাবৃত্তি করবেন না বলেও মুচলেকা দিয়েছেন।