Logo
Logo
×

সারাদেশ

রাতের আঁধারে গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ

Icon

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৪:৩৮ পিএম

রাতের আঁধারে গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ

প্রতিকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিঝাল (হাজিরমোড়) গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর নাম নাজমা আক্তার (২৫)। তিনি উপজেলার লতিবপুর ইউনিয়নের হামিদুর রহমানের স্ত্রী।

নাজমা আক্তার জানান, প্রায় ৬ মাস আগে প্রতিবেশী সাদেকুল মিয়ার বিরুদ্ধে তিনি নারী নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় জেলে যায় সাদেকুল। ৩ মাস আগে জামিনে বেরিয়ে এসেছে সে। ঘটনার দিন ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাইরে বের হলে কে বা কারা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার হাত, বুক এবং কোমরের নিচের অংশ ঝলসে যায়। তার ধারণা, এই কাজ সাদেকুল করেছে।

অভিযুক্ত সাদেকুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, নাজমা আক্তার ভয়ংকর মামলাবাজ। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছে নাজমা। প্রায় তিন মাস হয় জামিনে বের হয়েছেন তিনি। এর পর থেকে তাদের ভয়ে সন্ধ্যা হলে আর বাড়ি থেকে বের হন না। এসিডের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে এটি এসিড বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীকালে আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন