Logo
Logo
×

সারাদেশ

পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

Icon

সিলেট সংবাদদাতা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাস চলাচল

গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা।

বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সিলেট জেলাজুড়ে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ।

তিনি বলেন, ‘সিলেটে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েক বার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা এবার কঠোর আন্দোলনে যাচ্ছি।’

জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮ থেকে ২০ তারিখের পর থেকেই সিএনজি পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন