রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

রংপুর সংবাদদাতা
প্রকাশ: ১০ মে ২০২৪, ০৫:১০ পিএম

পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
আরো পড়ুন
রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
পরমাণু বিজ্ঞানী, প্রধানমন্ত্রী শেখ
হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগের একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ড. ওয়াজেদ স্মৃতি সংসদের আহ্বায়ক সাংবাদিক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা।
এ সময় ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, দোয়া, মিলাদ-মাহফিল ও খাবার বিতরণ করেছে।