Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি, জেলে নিহত

Icon

ভোলা সংবাদদাতা

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৫:১৩ পিএম

মেঘনায় ট্রলারডুবি, জেলে নিহত

মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবি

ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় হারুন মাঝি নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সকাল ৬টার দিকে ভোলা সদর উপজেলার কাঠির মাথা ও তুলাতুলির মধ্যমর্তী মেঘনায় এ ঘটনা ঘটে।

হারুন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকানগর গ্রামের মুসা মাঝির ছেলে।

জেলে লিটন মাঝি জানান, ভোর ৫টার দিকে হারুন মাঝি দুই ছেলে রুবেল, জুয়েলসহ একটি ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। সকাল ৬টার দিকে কাঠির মাথা ও তুলাতুলির মধ্যমর্তী মেঘনায় জাল টানার সময় দাঁড়িয়ে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। রুবেল ও জুয়েল প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়লেও হারুন মাঝি নিখোঁজ হন। জেলেদের সহযোগিতায় দুই ভাইকে নদী থেকে জীবিত উদ্ধার হয়। পরে অন্য এক জেলের জালের সঙ্গে হারুন মাঝির মরদেহ পানিতে ভেসে ওঠে।

ভোলা নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। আর জাহাজটি তাদের হেফাজতে রয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন