রেল লাইনের পাশে পড়েছিল নবজাতক
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১১ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
গোমদণ্ডী রেল স্টেশনের পাশে উদ্ধারকৃত শিশুটি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী
রেল স্টেশনের পাশে কান্না আর হাত-পা নাড়াচ্ছিল একটি শিশু। স্টেশনের পাশে জামাল ভাতঘর
সংলগ্ন রেললাইনে অজ্ঞাত এ শিশুর সন্ধান মেলে। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১০ মে) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেছেন, রাতের আঁধারে কন্যা
শিশুটিকে কেহ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কন্যা শিশুটি কয়েকদিন
আগে জন্মগ্রহণ করেছে।
স্থানীয়রা জানান, রাতেই শিশুটিকে পটিয়া
উপজেলার এক পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। সম্ভবত ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি
করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন,
বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।