উখিয়ায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:১৫ পিএম
উখিয়ায় র্যাবের অভিযান
কক্সবাজারের
উখিয়ায় ‘আরসার আস্তানায়’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, রকেট শেলসহ দুই
সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। বুধবার (১৫ মে) ভোরে
উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহিন পাহাড়ে এ
অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক আরসা সন্ত্রাসীদের নামপরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
আবু সালাম বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহিন লাল পাহাড় এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা নতুন আস্তানা গড়ে তোলার খবরে র্যাবের একাধিক টিম অভিযান শুরু করে। বুধবার ভোরে একপর্যায়ে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের লক্ষ করে আরসার সদস্যরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। এতে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। পরে আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল।