Logo
Logo
×

সারাদেশ

কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে মারধর, ভিডিও ভাইরাল

Icon

জামালপুর সংবাদদাতা

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:০৫ পিএম

কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে মারধর, ভিডিও ভাইরাল

ছবি-সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটে। হামলা ও মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ মে) দুপুরের দিকে পরিষদ ভবনের সচিবের কক্ষে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রেজাউল হক ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযুক্ত আল মামুন একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের আমিনুদ্দিন মাস্টারের ছেলে।

অভিযোগকারী রেজাউল বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সচিবের কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলাম। এসময় আল মামুন তার সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকে আমাকে বাইরে যেতে বলেন। কাজ রেখে বাইরে যেতে না চাইলে মামুন আমার উপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।’ রেজাউলকে পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, ‘অভিযুক্ত আল মামুন সদ্য স্থগিত হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের পালিত ক্যাডার। সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। ইতোপূর্বে সে বাড়িতে হামলা এবং এক ইউপি মেম্বারকে হুমকি দিয়েছিল।’

এসব বিষয়ে জানতে অভিযুক্ত আল মামুনকে ফোন দিলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ইউপি সদস্যকে মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন