কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জি সাময়িক বহিষ্কার
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ: ১৬ মে ২০২৪, ১০:৩৫ পিএম
স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার
সামাজিক মাধ্যমে
ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ (পুনঃভর্তি) বর্ষের ছাত্র স্বপ্নীল মুখার্জিকে সাময়িক
বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘ইসলাম ধর্ম অবমাননা এবং হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করায় বুধবার (১৫ মে) স্বপ্নীল মুখার্জিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসের জবাব দিতে না পারায় স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করা হলো।’
এর আগে গত বুধবার সকাল ১০টায় স্বপ্নীলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেন কুবি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্বপ্নীল ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি ও ফিলিস্তিন নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া সামাজিক মাধ্যমে স্বপ্নীল মুখার্জির একাধিক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ইসলামকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে।