Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় সেই গৃহবধূর গলায় গুলির অস্তিত্ব পাওয়া গেছে

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৫:২২ পিএম

বগুড়ায় সেই গৃহবধূর গলায় গুলির অস্তিত্ব পাওয়া গেছে

ফাইল ছবি

বগুড়ায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশাতে থাকা অবস্থায় আহত সেই গৃহবধূর থুতনিতে গুলির অস্তিত্ব পেয়েছে চিকিৎসকরা। গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ। তিনি জানান, জুলেখা খাতুন নামে ওই গৃহবধূর থুতনির নিচে গলার ভিতরে গুলি আটকে ছিল। এক্সরে রিপোর্টে যার সত্যতা পাওয়া গেছে। যেহেতু বিষয়টা জটিল তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকালে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন রহস্যজনকভাবে আহত হন। এ সময় সঙ্গে থাকা জুলেখার ছেলে জাকির হোসেন দাবি করেন তার মা গুলিবিদ্ধ হয়েছেনন। তবে তখন গুলির বিষয়ে কোনো কথা জানায়নি পুলিশ।

জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন জানান, বিকালে তারা গোহাইল থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বগুড়া শহরে আসছিলেন। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিলেন। বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় বিকট শব্দ শুনতে পাই এবং দেখি মা তার ঠোঁটের নিচে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে তার দুইটি দাঁত ভেঙে যায়। পরে তিনি তার মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে মায়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বগুড়া শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, চিকিৎসকরা ওই নারীর গলার ভেতর গুলির অস্তিত্ব পেয়েছে বলে জানিয়েছেন। আমরাও এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যেহেতু গুলি পাওয়া গেছে তাই মামলা দায়ের করা হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে, ২০২১ সালের ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম-জোড়া গ্রামের মাঝামাঝি ফাঁকা স্থানে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে মোজাফফর হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন