৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৫:২৯ পিএম
ফাইল ছবি
বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আজ শনিবার, আগামীকাল রবিবার ও পরদিন সোমবার ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে লোকসভা নির্বাচন। মঙ্গলবার যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও বুধবার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি- সব মিলিয়ে এই পাঁচ দিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে এ সময় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম
বন্ধ থাকলেও আজ ও আগামীকাল বন্দর এবং কাস্টমসের কার্যক্রম চলবে।
গতকাল শুক্রবার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোলের
মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে। আগামী ২৩ মে বৃহস্পতিবার থেকে বেনাপোল-পেট্রাপোল
বন্দর দিয়ে আমদানি-রপ্তানি যথারীতি চলবে।
দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে
জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের কারণে ১৮, ১৯, ২০ মে, এবং ২১ মে বাংলাদেশের যশোরের
শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ও সোমবার বুদ্ধপূর্ণিমার ছুটি থাকবে। সে কারণে সব মিলিয়ে
পাঁচ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর।
বন্দরসংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতিতে বেনাপোল
বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানি করা পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে।
মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। দীর্ঘ পাঁচ দিনের ছুটির কারণে
স্থবির হয়ে পড়বে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম। এতে করে সীমান্তের দুপাশে
পণ্যবাহী ট্রাকজট বাড়বে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, পাঁচ দিনের ছুটির মধ্যে বন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনরাত বন্দর এলাকায় টহল দেবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি বলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, ছুটির মধ্যে বন্দর এলাকায় অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিশেষ নজরদারি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।