Logo
Logo
×

সারাদেশ

নওগাঁর রাণীনগরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Icon

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৬:৫৩ পিএম

নওগাঁর রাণীনগরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উদ্ধারকৃত লক্ষ্মী-নারায়ন মূর্তি

নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটির ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ন মূর্তি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মে) সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে। আজ সকালে কেটে আনা ওইসব মাটি শ্রমিকরা সমান করার কাজ করছিলেন। এ সময় এক শ্রমিকের কোদালের আঘাতে মাটির ভেতর থেকে লক্ষ্মী-নারায়ণের একটি মূর্তি বের হয়ে আসে।

বিষয়টি স্থানীয়রা থানা পুলিশকে জানালে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, ‘মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মূর্তিটি লক্ষ্মী-নারায়নের কষ্টি পাথরের। ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম। এটির মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।’

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন