Logo
Logo
×

সারাদেশ

‘হত্যার পর’ স্ত্রী ও দুই সন্তানকে পুঁতে রাখেন ‘আলী’

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৫:৫০ পিএম

‘হত্যার পর’ স্ত্রী ও দুই সন্তানকে পুঁতে রাখেন ‘আলী’

-সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া নারী ও দুই শিশুর পরিচয় মিলেছে। মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ।  বুধবার সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার বিকালে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। তারা হলোÑ উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম, তাদের চার বছরের ছেলে আবু বক্কর ও দুই বছরের ছেলে আনাস।

থানা-পুলিশ সূত্র বলছে, আলী হোসেন তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুঁতে রেখেছিলেন। তিনি এখন পলাতক। ছয় বছর আগে আমেনাকে বিয়ে করেছিলেন আলী হোসেন। গত বৃহস্পতিবার একটি গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন আমেনা। এরপর থেকে তার আর খোঁজ ছিল না।

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, এনজিও থেকে ঋণ নেওয়া ছিল আলী হোসেন ও আমেনা বেগম দম্পতির। কিস্তির টাকা না দেওয়ায় আমেনার ওপর ক্ষোভ ছিল স্বামীর। তাকে একটি গার্মেন্টসে চাকরিতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন স্বামী আলী হোসেন। পরে একে একে স্ত্রীসহ দুই সন্তানকে হত্যা করেন তিনি। হত্যার পর তাদের তিনজনের মরদেহ গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে আলী হোসেন পালিয়ে যান।

এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘নিহত নারী একটি বাড়িতে কাজ করতেন। কিন্তু তার স্বামী গার্মেন্টসে কাজ নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে তাকে হত্যা করে লাশ পুঁতে রাখে। তাকে (আলী হোসেন) গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন