Logo
Logo
×

সারাদেশ

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আট বাংলাদেশি আটক

Icon

বেনাপোল (যশোর) সংবাদদাতা

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৬:০০ পিএম

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে আট বাংলাদেশি আটক

বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে আট বাংলাদেশিকে আটক

 ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে।

বুধবার সকালে সীমান্তের ১ নম্বর ঘিবা গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেনÑ যশোরের মণিরামপুর থানার সাতামপুর গ্রামের রেহেনা খাতুন, নড়াইল কালিয়া থানার আমবাড়ি গ্রামের মিঠুন শেখ, তার স্ত্রী আসমা খাতুন, এই দম্পতির দুই ছেলে মো. আরিফ ও মুন্না এবং খুলনার তেরখাদা থানার পানতিতা গ্রামের সোবহান খান, তার স্ত্রী সেলি খাতুন ও তাদের আট বছরের ছেলে সাইফুল খান।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান, সকালে তারা জানতে পারেন ভারত থেকে আট বাংলাদেশি রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সীমান্তের ১ নম্বর ঘিবা গ্রামের একটি মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্ত পার হয়ে এসব বাংলাদেশি রঘুনাথপুর সীমান্তের ঘিবা গ্রামের একটি মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করে বিজিবি।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ সদস্য।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন