আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস
রংপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার

রংপুর সংবাদদাতা
প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৬:৪৭ পিএম

আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল
দিবসে রংপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে ইউরোলজি
বিভাগ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক
ডা. শাহ মো. সরওয়ার জাহান।
ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা.
শহীদুল ইসলাম সুগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের
পরিচালক ডা. ইউনুস আলী, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফসহ মেডিকেল
কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সেমিনারে রংপুর মেডিকেল কলেজের ইউরোলজি
বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ ও ল্যাম্ব
হাসপাতালের কারিগরি সহযোগিতায় এ সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সরা
অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন ২০২২ সালের জরিপ
অনুযায়ী দেশের শতকরা ৬৫ ভাগ প্রাতিষ্ঠানিক প্রসব হয়। গর্ভজনিত জটিলতা, মাতৃ ও নবজাতক
মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসবের ব্যবস্থা করা খুবই জরুরী। কিন্তু শতকরা ৬৫ ভাগ প্রাতিষ্ঠানিক
ডেলিভারীর মধ্যে ৪৫ ভাগ হচ্ছে সিজারিয়ান। এসব দক্ষ সার্জনের অভাবে সিজারিয়ান অপারেশনের
পর নারীদের ফিস্টুলা ধরা পড়ছে। এছাড়া বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক মাসের ট্রেনিং
নিয়ে প্যারামেডিক তৈরী করা হয়েছে। যারা নিরাপদ প্রসব নিশ্চিত করতে পারছে না, উল্টো
প্রসব পরবর্তীতে ফিস্টুলাসহ মায়েদের নানা শারীরিক জটিলতা সৃষ্টিতে সহযোগিতা করছে।
সেমিনারে বক্তারা আরও জানান, ফিস্টুলা
রোগ নির্মূলে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে
ফিস্টুলা কর্ণার করা হয়েছে। প্রতি বছর ইউরোলজি বিভাগ ১’শ জন ফিস্টুলা
রোগীর অপারেশনের লক্ষ্য নির্ধারণ করেছে। চলতি বছর এ পর্যন্ত ৩৪ জন ফিস্টুলা রোগীর সফলভাবে
অপারেশন সম্পন্ন হয়েছে।