-সংগৃহীত
জমি-জমার বিরোধকে কেন্দ্র করে
মো. আব্দুল মালেক (৬০) নামে এক ব্যবসায়ীকে তার নিজের বসতঘরে পিটিয়ে হত্যার
অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (২৩ মে) ভোলা সদর উপজেলার
শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, তার
স্বামীর সাথে স্বামীর ভাই তাজ উদ্দিন ও বজলুর সাথে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ
চলে আসছিল। এ ঘটনায় কয়েকটি মামলাও রয়েছে। কিছু দিন পর পরই তাসউদ্দিন ও বজলু এ
বিষয়টি নিয়ে ঝগড়া করেন। আজ সকালে তাজউদ্দিনের ছেলে সোহাগ ও বজলুর ছেলে আরিফ তার
স্বামীর সাথে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা
মালেককে তার বাড়ির সামনের দোকানে ধাওয়া
করে। সে বাড়িতে চলে আসলে বজলু ও তার ছেলে আরিফ, তাজউদ্দিন ও তার ছেলে সোহাগসহ
আত্বীয়রা বসতঘরের ভিতরে ফেলে বেদর মারধর করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ
করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা
দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, বাকীদের আটকের চেষ্টা চলছে।