ছবি-সংগৃহীত
ভোলায় প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের জনসাধারণ, জেলে ও নৌযান ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য সচেতনতামূলক মাইকিং করছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদী এলাকায় এ মাইকিং করেছেন তারা।
কোটগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ শুরু হয়েছে। এ ছাড়া বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষায় ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদ সাইক্লোন শেল্টারে নেওয়ার কাজও শুরু করা হবে।