Logo
Logo
×

সারাদেশ

শেরপুরের চরশেরপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

Icon

শেরপুর সংবাদদাতা

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:৫৩ পিএম

শেরপুরের চরশেরপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২ কোটি ৪০ লক্ষ ৪২ হাজার ৪৮ টাকা আয় ও একই পরিমান টাকা ব্যয় ধরে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে চরশেরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষনা করা হয়।

বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ২৪ লক্ষ ৭২ হাজার ৫শ ৬ টাকা ও সরকারী এবং বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ৫শ ৪২ টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছানুয়ার হোসেন মডেল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চরশেরপুর ইউনিয়নের সচিব শারমিনা আক্তার শাহিনা, ইউপি সদস্য কারিমুল ইসলাম মিন্টু, হুমায়ুন কবীর, আবু হানিফ, সাংবাদিক মেরাজ উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন সম্পন্ন করার জন্য বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেনে ছানুর প্রতি অনুরোধ জানান।

এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন