বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ৩০ মে ২০২৪, ১০:১২ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতা
ও বোনাসের দাবিতে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ
শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ
যানজটের সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে পরে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার তারাব
পৌরসভার মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামে ওই পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা
দেয়।
সড়ক অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান,
কারখানাটিতে প্রায় ১৪ শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকদের গত এপ্রিল-মে মাসের বেতন,
প্রাপ্য একটি বোনাস এবং কর্মরত অফিসারদের ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত বেতন-ভাতা
দিতে দেরি করছে কর্তৃপক্ষ। বার বার বেতন-ভাতা পরিশোধের অনুরোধ করা হলেও তারা নানান
টালবাহানা করছেন। বৃহস্পতিবারও শ্রমিকরা মালিকপক্ষের কাছে বকেয়া পাওনা দাবি করলে বকেয়া
পরিশোধ না করে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু
করলেও পরে কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় সড়ক অবরোধ করে উভয়
দিকের যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এর ফলে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার
এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন পথচারীসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা।
পরে কারখানাটির জিএম আরিফ ভূইয়া বেতন
বোনাস প্রদানের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।