পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৬:৩০ পিএম

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র
রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর
ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত
২৫ মে ওই পরিবার কল্যাণ পরিদর্শিকার বরখাস্ত চেয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।
অভিযোগসূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার
৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মোছা. ইসমোতারা বেগম
যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দূর্নীতি করে আসছেন। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানের জমি
লিজ দেওয়াসহ প্রতিষ্ঠানের গাছ কেটেছেন। এছাড়া, নরমাল ডেলিভারিতে সহায়তা না করে নিজস্ব
কমিশনপ্রাপ্ত ক্লিনিকে অপারেশন করার পরামর্শ দেন তিনি। এমনকি কমিউনিটি ক্লিনিকে আসা
প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি করাতে অনৈতিক সুবিধা নিয়ে থাকেন।
অভিযোগকারী সাইদুল ইসলাম জানান, ইসমোতারা
বেগম কাউকে কিছু না জানিয়ে গত ৫ মে হঠাৎ প্রতিষ্ঠানের একটি মেহগনি গাছ কেটে বিক্রি
করে দেন। একই সঙ্গে আম, কাঠাল ও বনজ গাছের ডালপালা কেটে বিক্রি করেছেন। স্থানীয়রা বাঁধা
দিতে গেলে তিনি বিভিন্ন হুমকি দিয়েছেন।
তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিকে
সম্পূর্ণ বিনা খরচায় নরমাল ডেলিভারি করার কথা থাকলেও ইসমোতারা বেগম চুক্তি করে প্রসূতি
মায়েদের অর্থের বিনিময়ে নরমাল ডেলিভারি করান। কেউ তাকে টাকা দিতে না চাইলে তিনি সিজারের
পরামর্শ দেন। এছাড়াও সরকারি ঔষধ রোগীদের না দিয়ে গায়েব করেন।
স্থানীয় লোকমান হোসেন, শাহিন হোসেন
ও তারজুল ইসলাম জানান, ইসমোতারা বেগম খেয়াল খুশি মতো ক্লিনিক চালান। সেবাপ্রতাশীরা
তার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা চাই প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষ তাকে বরখাস্ত
করা হোক।
অভিযোগের সত্যতা জানতে ইসমোতারা বেগমের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।