
গাঁজাসহ গ্রেপ্তার ইউপি সদস্য বেলাল শেখ
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি
গাঁজাসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১। পরে মেলান্দহ
থানায় মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন
নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শুক্রবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ।
গ্রেপ্তার ইউপি সদস্যে বেলাল শেখ উপজেলার
দুরমুঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ
বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানা পুলিশ সুত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে
ইউপি সদস্য বেলাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তার বসতঘরে দুইটি সাদা প্লাস্টিকের
বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একটি বস্তায় ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি
গাঁজা ছিল। এই ঘটনায় গ্রেপ্তার ইউপি সদস্য বেলাল শেখের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ
(ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সবার আড়ালে একজন জনপ্রতিনিধি গাঁজার কারবারি করছিলেন। এমন
সুনির্দষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের
(ইউপি) সদস্য বেলাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে
আদালতে পাঠানো হয়েছে।