Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের এক দিন পর মিলল কলেজছাত্রীর মরদেহ

Icon

পঞ্চগড় সংবাদদাতা

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:১০ পিএম

 নিখোঁজের এক দিন পর মিলল কলেজছাত্রীর মরদেহ

প্রতিকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে শাহিদা বেগম নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়। শাহিদা বেগম ওই এলাকার হারুনের মেয়ে। সে পঞ্চগড় শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয় শাহিদা। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। এর এক দিন পর আজ সকালে বাড়িসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে তার বাবা হারুন। 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন,  ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন