Logo
Logo
×

সারাদেশ

প্রতারণার অভিযোগে দুই যুবক আটক

Icon

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম

প্রতারণার অভিযোগে দুই যুবক আটক

দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই যুবকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) দুপুরে দিনাজপুর কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ ও প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা তথা জিডি, মামলার তদবির, পুলিশ ক্লিয়ারেন্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেওয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয় এই দুই যুবক।

আটক যুবকরা হলেন- সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার আলামিন ও রুহুল আমিন।

এএসপি শেখ জিন্নাহ আল মামুন আরো জানান ডিবি পুলিশের এসআই বিশ্বজিতের নেতৃত্বে এক দল দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়। এরপর তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন