নিরাপত্তা বৃদ্ধিতে দুই শতাধিক পুলিশের ঈদের ছুটি বাতিল
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম
বগুড়ায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করাসহ নিরাপত্তা বৃদ্ধির তদারকিতে পুলিশ
বগুড়ায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করাসহ নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দুই শতাধিক পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। যাদের ছুটি বাতিল হয়েছে তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছে। শনিবার (১৫ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঈদ পালন করতে রাস্তায় ঘরমুখো
মানুষের চাপ বাড়ছে। এই ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্র সক্রিয়
হয়ে ওঠে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে বগুড়ার বিভিন্ন পয়েন্টে পুলিশি
নিরাপত্তা বাড়ানো হয়েছে। বগুড়ার চান্দাইকোনা, ফুড ভিলেজ, মির্জাপুর, ধুনট মোড়, নয়মাইল,
বনানী মোড়, শাকপালা, শজিমেক হাসপাতালের সামনে, তিনমাথা, চারমাথা, মাটিডালী, মোকামতলা
ও নন্দীগ্রাম এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে। একইসঙ্গে রাতে রণপাহারা জোরদার
করা হয়েছে। পুলিশ সদস্যরা শিফট অনুযায়ী দিনরাত ডিউটি পালন করে যাচ্ছেন। এছাড়াও আঞ্চলিক
সড়কগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি।'
তিনি আরও বলেন, 'যারা অবৈধভাবে ট্রাকে
এবং বাসের ছাদে যাতায়াতের চেষ্টা করছেন তাদেরকে নামিয়ে মালিক সমিতির সহযোগিতায় বিভিন্ন
বাসে নিরাপদে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে
ভাগাভাগি করতে গিয়ে আমরা কাউকে মৃত্যুঝুঁকি নিতে দিবো না।'
যানজট বিষয়ে পুলিশ সুপার বলেন, আপাতত
বগুড়ায় কোন যানজট নেই। তবে টাঙ্গাইলের যানজটের প্রভাব বগুড়ায় পড়তে পারে। এটা সামাল
দিতে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে।
ঈদযাত্রায় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ
পয়েন্ট পরিদর্শন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।