বেড়েছে যাত্রীর ভীড়, সাথে বৃষ্টির ভোগান্তি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:০৪ পিএম
ছবি- সংগৃহীত
ঈদুল আজহার ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। তবে পুরাতন জরাজীর্ণ
ভবনের ছোট একটি রুমে ইমিগ্রেশন কার্যক্রম চলায় বেড়েছে যাত্রী ভোগান্তিও।
বুধবার সরেজমিনে দেখা যায়, পর্যাপ্ত
জায়গা না থাকায় বৃষ্টির ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেশি ভোগান্তি হয় বয়স্ক, শিশু ও
নারী যাত্রীদের। বৃষ্টির জন্য বাইরে দাঁড়াতে না পেরে ভবনের করিডোরে গাদাগাদি করে দাঁড়িয়ে
থেকে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে হচ্ছে যাত্রীদের।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যমতে ভারতের
ত্রিপুরা, আসাম, মেঘালয়সহ সাতটি অঙ্গরাজ্যের অন্যতম প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর।
যাতায়াত সুবিধা থাকায় এ চেকপোস্ট দিয়ে দুদেশের যাত্রীরা সহজেই ভ্রমণ করতে পারেন। ঈদুল
আজহার ছুটিতে গত ১৪ জুন থেকে আজ বুধবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ৭ হাজার ৫০৯ জন যাত্রী
পারাপার হয়েছেন। তবে মাত্র তিনটি ডেস্কের মাধ্যমে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হিমশিম
খেতে হচ্ছে।
একাধিক যাত্রীর অভিযোগ, ইমিগ্রেশনের
যাত্রী ছাউনিতে নেই পর্যাপ্ত বসার জায়গা।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ‘ঈদ উপলক্ষে
স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যাত্রী পারাপার বেড়েছে। তবে আমাদের সাধ্যমতো যাত্রীদের সর্বোচ্চ
সেবা দেওয়ার চেষ্টা করছি।’