গ্যাসবাহী জাহাজের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৬:০৬ পিএম
বাগেরহাটে আন্তর্জাতিক নৌ প্রটোকল রুট বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল
বাগেরহাটে আন্তর্জাতিক নৌ প্রটোকল রুট ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেলে’ যমুনা-২ নামে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে ঘটা এ দুর্ঘটনায় নৌকায় থাকা মহিদুল শেখ নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ জেলে মোংলা উপজেলার সোনাইলতলা
ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে
উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌপুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে। মোংলা উপজেলা পরিষদের
চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, ওই নৌ ক্যানেলে মহিদুল শেখ চিংড়ি মাছের রেণু
পোনা ধরছিল। এ সময় এই রুট দিয়ে যাওয়া যমুনা-২ নামে একটি গ্যাসবাহী জাহাজের পাখার সঙ্গে
নৌকার রশি পেঁচিয়ে ডুবে যায়। খবর পেয়ে ছুটে আসে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। তারা সকাল
সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ
জেলে মহিদুলের।
মোংলা নৌপুলিশ পরিদর্শক সৈয়দ ফকরুল
ইসলাম জানান, ভোর ৪টার দিকে নৌ ক্যানেলটির জয়খাঁ নামক স্থানে মাছ ধরার সময় ওই রুট দিয়ে
যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকা ডুবে যায়। এ সময় নৌকায়
থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ সাঁতরে তীরে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি
জাহাজের ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি
অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনি ব্যবস্থা নেওয়া হবে।