Logo
Logo
×

সারাদেশ

কটিয়াদীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:০৮ পিএম

কটিয়াদীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মো. ইকবাল হাসান

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাঞ্চল্যকর বুরহান হত্যা মামলার পলাতক আসামি মো. ইকবাল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ। গত মঙ্গলবার রাতে কটিয়াদী উপজেলার পংমশুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হাসান উপজেলার নাগের গ্রাম এলাকার মৃত মির্জালীর ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুন) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উক্ত হত্যা মামলার ঘটনায় প্রকৃত আসামিদের ধরতে র‌্যাব-১৪, সিপিসি-২ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ উপজেলার নাগের গ্রাম এলাকার জাকির হোসেন ওরফে অজুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে জড়িত অন্যতম পরিকল্পনাকারী ইকবালকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

পরবর্তী  আইনী পদক্ষেপ গ্রহনে তাকে কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন