Logo
Logo
×

সারাদেশ

নাটোরে স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Icon

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:১৬ পিএম

নাটোরে স্কুলশিক্ষককে  কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে স্কুলশিক্ষক হত্যাচেষ্টার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে স্কুলশিক্ষক রাহাত আলমগীর হালিমকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন)  বনপাড়া পৌর গেটের সামনে নাটোর-খুলনা মহাসড়কের পাশে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসায় একযোগে কর্মবিরতি দিয়ে সহস্রাধিক শিক্ষক-কর্মচারীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ভার্চুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সমিতির সহ-সভাপতি শামসুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, পৌর মেয়র জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু , স্বাধীনতা  শিক্ষাক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মো. তুঘলক, জেলা পরিষদ সদস্য শাহ আলম, বাংলাদেশ জায়িাতুল মোদাররেছিনের উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন ও বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ।

পরে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল করে উপজেলা গিয়ে দোষীদের শাস্তির দাবীতে  ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের হাতে স্বারকলিপি তুলে দেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন