কক্সবাজারের চকরিয়ায় বন্দুকসহ পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার
চকরিয়া (কক্সবাজার) সংবদদাতা
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:৩৯ পিএম
কক্সবাজারের চকরিয়া
পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় পৌর শহরের আবাসিক হোটেল আল ফরিদ থেকে তাদের গ্রেপ্তার
করা হয়।
চকরিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা
হলেন- চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বিনামারা এলাকার কামরুল ইসলাম ছোটন, একই এলাকার
তায়েবুল ইসলাম, আরফাতুল ইসলাম, ৮নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার মিনহাজুর রহমান নয়ন এবং
ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং এলাকার মাহমুদুল করিম।
জানা গেছে, চকরিয়া
পৌরসভার কাঁচাবাজর সড়ক, বালক উচ্চ বিদ্যালয় সড়ক, হাসপাতালপাড়া সড়ক, ফুলতলা সড়ক, মগবাজার,
ভাঙ্গারমুখসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের উৎপাত বেড়েছে। এসব সন্ত্রাসী
চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত। এরা সুযোগ বুঝে রাস্তায় চলাচল করা সাধারণ মানুষদের
বিভিন্নভাবে জিম্মি করে নগদ টাকা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।
স্থানীয় কয়েকজন
ব্যবসায়ী জানান, সন্ত্রাসীদের অত্যাচারে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। প্রতিবাদ করলে
হুমকি-ধমকি দেয়।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে স্থানীয় বেশ কয়েকজন বখাটে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের নিয়ে এসে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পাহাড়ে বসে বিভিন্ন ধরনের মাদক সেবন ও বিকিকিনিও করছে। ইতোমধ্যে এই সন্ত্রাসীরা তিনটি মোটরসাইকেল, মোবাইল ও গরু চুরি করেছে বলে খবর পেয়েছি। বিষয়টি আমি থানার ওসিকে জানিয়েছি ‘
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি জানার পর বুধবার চকরিয়া পৌর শহরের কাঁচাবাজারস্থ আবাসিক হোটেল আল ফরিদে অভিযান পরিচালনা করি। এ সময় একটি দেশীয় বন্দুকসহ পাঁচজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করি। এদের সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজ চলছে।’