
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২৫ অর্থবছরে ৯৬
কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯০ কোটি ৭৮ লাখ টাকা এবং
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৫ কোটি ৯৩ লাখ টাকা আয় ধরা হয়েছে।
বৃহস্পতিবার ( যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী
ফোরাম রিজেন্ট বোর্ডের ১০১তম বিশেষ সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান বাজেট
উত্থাপন করেন। বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে
রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত
হয়।
অধ্যাপক ড.
আনিছুর রহমান তার বাজেট বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
কর্তৃক নির্ধারিত আয় ও ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাব
করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উল্লেখযোগ্য বরাদ্দসমূহের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের
গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবেষণা খাতে ৪ কোটি ৪০ লাখ টাকা ও গবেষণা
সরঞ্জামাদি খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেট
অনুমোদন শেষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শুধু যবিপ্রবিই
নয়, প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই বরাদ্দকৃত বাজেট থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের
ব্যয় কমাতে হয়েছে। তবে যবিপ্রবির নতুন কয়েকটি ভবনের কার্যক্রম শুরু হওয়ায় এ খাত
দুটির ব্যয়ই বৃদ্ধি পেয়েছে। ফলে ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতের বাজেট
বাড়াতে হবে। তিনি একই সঙ্গে বাজেট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালকের (হিসাব)
দপ্তরসহ সবাইকে রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
অধ্যাপক ড.
আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী
নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার,
যুগ্ম সচিব ড. মোর্শেদা আক্তার, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, আইসিসিডিআর’বি-এর বায়োসেফটি অ্যান্ড
বিএসএল-৩ ল্যাবরেটরির প্রধান ড. আসাদুল গনি প্রমুখ।