Logo
Logo
×

সারাদেশ

শিবচরে এসে বিয়ে করলেন ইন্দোনেশীয় তরুণী

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

শিবচরে এসে বিয়ে করলেন ইন্দোনেশীয় তরুণী

নববধূ ইন্দোনেশীয় তরুণী ইফহার সাথে শামীম মাদবর

ইন্দোনেশীয় তরুণী ইফহা। কাজের সুবাদে এই তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশের মাদারীপুরের শিবচরের তরুণ শামীম মাদবরের সঙ্গে। তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে থাকা অবস্থাতেই প্রথমে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরস্পরের মধ্যে বোঝাপড়া, ভালো লাগা আরও গভীর হতে থাকে। এভাবেই কেটে যায় গত দুবছর। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় পরিণয়ে। তাই ইন্দোনেশীয় তরুণী বর শামীমকে বিয়ে করতে চলে আসেন বাংলাদেশে শামীমের গ্রামের বাড়িতে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে জাঁকজমক আয়োজনে শামীম-ইফহার বিয়ে সম্পন্ন হয়। 

জানা গেছে, ২০১৮ সালে কেশবপুর গ্রামের লালমিয়া মাদবরের তৃতীয় সন্তান সিঙ্গাপুর যান ভাগ্য বদলাতে। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুনী ইফহার সঙ্গে। মা বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের সফল ব্যবসায়ী। গত দুবছর তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের জন্য গত ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে আসেন শামীম মাদবর। আর গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। শামীম মাদবরের পরিবার স্বানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। গত বৃহস্পতিবার গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতে বিয়ের অনুষ্ঠান জাঁকজমকভাবে সম্পন্ন হয়। 

এ দিকে বিদেশী তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় জমায় এলাকাবাসী। বৌভাত অনুষ্ঠানে প্রায় ৮ শতাধিক মানুষের খাবার আয়োজন করা হয়। 

সালমা আক্তার নামে শামীম মাদবরের স্বজন বলেন, ‘আমাদের শামীম সিঙ্গাপুর থাকেন প্রায় ৬ বছর ধরে। ওখানে থাকা অবস্থাতেই ইফহার সঙ্গে শামীমের পরিচয়। মেয়ে খুবই ভালো।’ 

শামীম মাদবরের বাবা লাল মিয়া মাদবর বলেন, ‘বিদেশী মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি। একসঙ্গে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত।’

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন