Logo
Logo
×

সারাদেশ

বরিশালে চিংড়ি রেনু পাচারকারী ১১ জনকে জরিমানা

Icon

বরিশাল সংবাদদাতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১১:০৩ পিএম

বরিশালে চিংড়ি রেনু পাচারকারী ১১ জনকে জরিমানা

মুলাদীর জয়ন্তী নদী থেকে আটক চিংড়ি রেনুর ১১ পাচারকারী

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে আটক চিংড়ি রেনুর ১১ পাচারকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত গভীর রাতে মুলাদী মৎস্য দপ্তর ও পুলিশের অভিযানে একটি ট্রলারে করে বিপুল পরিমান চিংড়ি রেনু পাচারের সময় তারা আটক হয়।

মঙ্গলবার (২ জুলাই) সকালে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজামউদ্দিন তাদের জরিমানা করেন। এসময় পাচারকাজে ব্যবহারে একটি ট্রলার জব্দ করা হয়।

অভিযুক্তরা হলেন- ভোলার কাছিয়া এলাকার শাজাহান, শিবপুরের আব্দুল্লাহ, রামদাসপুরের আবু তাহের, রাব্বি মাঝি, মো. নান্নু, জিলন রাঢ়ি, ধনিয়ার আল-আমিন, ফারুক, ইলিশার শেখ ফরিদ, আবু কালাম ও ফরিদ চৌকিদার।

মুলাদী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ভোলা থেকে একটি ট্রলারে করে ১৯টি ড্রামে গলদা চিংড়ি রেনু নিয়ে রওনা হয়। ওই চিংড়ি রেনু মাদারীপুর মিয়ার হাট যাওয়ার কথা ছিলো। গোপনে এ খবর পেয়ে রাত দেড়টায় পুলিশ নিয়ে মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে অবস্থান নেন তারা। ওই এলাকা অতিক্রমকালে রেনুসহ ১১ পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানে ১১ লাখ ৪০ হাজার চিংড়ি রেনু পোনা উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাব হলেই দ্রুত সময়ের মধ্যে রেনু মারা যায়। তাই সাথে সাথে চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আটক পাচারকারীদের সকালে ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় প্রত্যেককে ৪ হাজার পাঁচশ করে মোট ৪৯ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা জমা দিয়ে তারা মুক্ত হয়েছে। জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন