Logo
Logo
×

সারাদেশ

পিকনিকের ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ২

Icon

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:৪০ পিএম

পিকনিকের ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ২

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে পিকনিক থেকে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে দুজন। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ দুই যুবককে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এরপর মো. মিলন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। সে সাটুরিয়ার কান্তা গ্রামের সাহেব আলীর ছেলে।

ঘিওর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল কালাম ভূঁইয়া ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, `ট্রলারে ৫৬ জন নদীতে পিকনিক করতে গিয়েছিলেন। ফেরার পথে ঘিওর এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে, অন্যদের সহায়তায় ৫৩ জন নদীর তীরে উঠতে সক্ষম হলেও তিন জন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের লোকজন এসে মিলন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও বাকি দুই জন এখনও নিখোঁজ রয়েছেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন