ছবি-সংগৃহীত
চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশে ১২টি লঞ্চ ছেড়ে যায়।
চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। বিকাল ৫টার পরের নির্ধারিত সময়ের লঞ্চগুলো আপাতত বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদরঘাট থেকে যাত্রী নিয়ে ১০টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসে। এরপর আর লঞ্চ আসবে না।
চাঁদপুর নৌ বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. বছির আলী খান বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ছাড়া হচ্ছে। দুটি লঞ্চ সীমিতভাবে চাঁদপুর ঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।