Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে বন্ধ পাওয়ার প্ল্যান্টে ডাকাতি

Icon

জামালপুর সংবাদদাতা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

জামালপুরে বন্ধ পাওয়ার প্ল্যান্টে ডাকাতি

ছবি-সংগৃহীত

জামালপুরে শিকদার গ্রুপের পাওয়ার প্যাক মতিয়ারা ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা কর্মী ও প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৭টা থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত লুটপাট করে ডাকাতরা।

ভুক্তভোগী আনসার ও অন্যরা জানান, ডাকাতরা একে একে সবাইকে জিম্মি করে। আনসার থেকে কর্মকর্তাসহ সবাইকে হাত-পা বেঁধে রেখে লুটপাট চালায় তারা। এ সময় তারা মোবাইল ছিনিয়ে নেয়। সকালে একজন কর্মচারী ডিউটিতে এসে দেখেন গেটের ভেতরের দিকে আনসার সদস্যকে বেঁধে রাখা হয়েছে। তারপর সবার হাত-পায়ের রশি খোলা হয়। দেখা যায়, সবার মোবাইল ফোন এক জায়গায় রাখা। পরে আনসারসহ কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত হলে দ্রুত পুলিশকে জানানো হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেন জানান, জামালপুর পৌরসভার শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মতিয়ারা পাওয়ার প্ল্যান্টে গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকেও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায় ডাকাতরা। প্ল্যান্টের ভেতরে থাকা কয়েকটি কনটেইনার থেকে মূল্যবান কেবল ও অন্যান্য যন্ত্রাংশ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। প্ল্যান্টটি দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বলে জানা গেছে।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন