Logo
Logo
×

সারাদেশ

চাঁদার দাবীতে হুমকি, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

চাঁদার দাবীতে হুমকি, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ছবি- সংবাদ সম্মেলনে বক্তারা

চুক্তিপত্রের মাধ্যমে মিরপুরের ১ নম্বর সুপার মার্কেটে ফ্লোর ভাড়া নিয়ে দখলে, চাঁদার দাবিতে হুমকি-ধমকি, ভুয়া তথ্য দিয়ে ফেসবুকে প্রচারের বিরুদ্ধে এবং প্রচারকারীদের শাস্তি দাবীতে ব্যবসায়ী শরিফ খন্দকার বাবু’র সংবাদ সম্মেলন।  রবিবার (৮ সেপ্টম্বর) দুপুরে রাজাধানীর মিরপুর ১ নম্বর সুপার মার্কেট ভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শরিফ খন্দকার বাবু বলেন, তেরেজা বিউটি পার্লারের মালিক বর্তমানে আমার স্ত্রী পার্লার পরিচালনা করেন। আমি ২০১১ সাল থেকে ব্যবসা করছি। ২০১৪ সালে সমিতি ভবনের ষষ্ঠ তলা ক্রয় করি এবং তৃতীয় তলা ২০১৮ সাল থেকে ভাড়া নেই। মিরপুর এক নম্বর মিং বিউটি পার্লারের তিনজন মালিক। এরমধ্যে একজন মালিক আব্দুর রউফ তার পুত্রবধূ  শারমিন শশী আমাকে ফোন দিয়ে পানি-বিদ্যুৎ সহ বিভিন্ন অভিযোগ দিয়ে টাকা দাবী করে এবং আমার নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে। যদিও উক্ত বিষয়টি সমাধান বিল্ডিং মালিক করে থাকেন। এমতাবস্থায় আমি বিউটি পার্লারের একজন মালিক আব্দুর রউফ এবং তার স্ত্রীকে বিষয়টি জানাই। তাদের কোন সহযোগিতা না পাওয়ার কারণে গত ২২ আগস্ট ২০২৪ তারিখে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। ২৮ আগস্ট বিকালে একটি টেলিভিশনের রিপোর্টার পরিচয়ে জনৈক সিরাজুল ইসলাম আমাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ফুটেজ পাঠায়। তিনি আমাকে তার সঙ্গে দেখা করতে বলে। আমি তার অফিসে যেতে অসম্মতি জানাই এবং তাকে আমার সাথে দেখা করার অনুরোধ জানাই। পরে আমি তার সাথে দেখা না করায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণদিত মনগড়া একটি অডিও ক্লিপ ভিডিও বানিয়ে অনলাইনে ছেড়ে দেয় এবং সেনাবাহিনীর অফিসারদের জানিয়েছে বলে হুমকি দেয়। এক পর্যায়ে কবির নামে অন্য এক সাংবাদিক আমাকে বলেন ১ লাখ টাকা না দিলে সাংবাদিক সিরাজুল আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন। আমি টাকা দিতে অসম্মতি জানালে ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিওটিতে মিং বিউটি পার্লারের মালিক আব্দুর রউফ'র পুত্রবধূ শারমিন শশী আমার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকার উদ্দেশ্যে কথা বলেছেন। আমি সাংবাদিক দাবি করা জনৈক সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির এবং শারমিন শশি গংদের আমার বিরুদ্ধে করা মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রচার, সংবাদ উপস্থাপনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, হোসেন মিয়া, মাসুদ মিয়া, লেবু মিয়া, বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, পারভেজ, আব্দুল আলিম, ওয়াহিদ, আলম ও কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান সুজন, শামীম রিয়া মাহিন ইসলাম, শিশির আহমেদ, নাহিদুল ইসলাম জীবন, তাহমিদ আনাফ, শাহরিয়ার রাফি,অভি ও শফি প্রমুখ।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন