দেশে কোন সরকার থাকবে তা নির্ধারণ করবে জনগণ : গোলাম পরওয়ার
রংপুর সংবাদদাতা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
ছবি-সংগৃহীত
জামায়াতে
ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বলেছেন, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, স্থিতিশীলতা, রাজনীতি নিয়ে অন্য দেশের
হস্তক্ষেপ কাম্য নয়। দেশে কোন
সরকার থাকবে, কোন সরকার থাকবে
না, তা দেশের জনগণ
নির্ধারণ করবে।
রবিবার
(৮ সেপ্টেম্বর) রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে
মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তৃতায় তিনি এসব কথা
বলেন।
এ সময় তিনি বলেন,
ভারত নয় বাংলাদেশের শত্রু
দেশটির বর্তমান সরকার। ভারত থেকে আমাদের
দেশে অভিন্ন ৫৪টি নদী প্রবাহিত
হয়েছে। এসব নদীতে ৩
হাজার বাঁধ দিয়ে পানি
আটকে রাখা হয়। বর্ষায়
নদী শুকিয়ে মারে, বর্ষায় বন্যায় ভাসিয়ে দেয়। ভারত ও
তাদের জনগণকে নয়, তাদের সরকার
আমাদের দেশের সঙ্গে শত্রুতা করছে। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
জামায়াতে
ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দেশে প্রচুর সংস্কার
প্রয়োজন। রাষ্ট্রের প্রতিটি স্তরে রন্ধে রন্ধে ফ্যাসিবাদীর দোসররা রয়েছে। নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সবগুলোকে সংস্কার করতে হবে। ১৫
বছরের জঞ্জাল পরিষ্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের
সময় লাগবে। আমরা চাই, নিরপেক্ষ
নির্বাচনের জন্য যতটুকু সংস্কার
প্রয়োজন, সেটুকু করে যেন নির্বাচন
দেওয়া হয়।
রংপুর
মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা
এটিএম আজম খানের সভাপতিত্বে
সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় কর্মপরিষদের
সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাদী, জেলা আমির আমির
গোলাম রব্বানীসহ আরও অনেকে। পরে
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১৬ পরিবারের
প্রত্যেককে ২ লাখ টাকা
করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুদান
প্রদান করা হয়।