প্রতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হলেও এবার জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২০১৫ সাল থেকে প্রতিবছরের ৭ মার্চ নিয়মিত জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলা।
৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে ৯টি ব্যান্ড।
মঞ্চ মাতাবে চিরকুট, আর্টসেল, মেঘদল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, অ্যাভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ ব্যান্ড। প্রিয় শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাবেন লাখো শ্রোতা।
কনসার্ট দেখতে কাটতে হবে না টিকিট। ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কনসার্ট দেখার জন্য। জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস দিয়ে করা যাবে রেজিস্ট্রেশন। অনলাইনে নিবন্ধন করলেই পাওয়া যাবে কনসার্টে প্রবেশের অনুমতি।
জয় বাংলা কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, চট্টগ্রামে প্রথমবার আয়োজিত এই কনসার্টের সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শুধু বন্দরনগরী নয়, জয় বাংলা কনসার্টে আশপাশের জেলা থেকেও তারুণ্যের জোয়ার নামবে বলে আশা করছেন আয়োজকেরা।
কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাঁদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।’