পল্লবীর মুসলিম বাজারে অভিযান, জরিমানা ও সতর্কতা
মোর্ত্তোজা পাপ্পু
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
ছবি-জরিমানার রশিদ
রাজধানীর মিরপুর-১২ পল্লবী থানাধীন মুসলিম বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও বাজার মনিটরিং সেলের নির্বাহী মেজিস্ট্রেটের যৌথ অভিযান। এসময় পণ্যের পরিমাপে কম দেওয়ায় বাজারের কয়েকটি দোকানের মালিককে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) সকালে সঙ্গীয় পুলিশ অফিসার, মন্ত্রণালয়ের স্টাফদের নিয়ে বাজার মনিটরিং সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার, সহকারী পরিচালক (তদন্ত), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংকালে কয়েকটি দোকানিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওজনে কম দেওয়ার দায়ে জরিমানা করেন। একইসাথে ভবিষ্যতে যেন এরূপ আইনবিরোধী কাজ না করেন সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।
তবে অভিযান পরিচালনাকালে জরিমানা এড়াতে বাজারের বেশিরভাগ দোকানীকে তাদের দোকান বন্ধ করে পালিয়ে থাকতে দেখা যায়। একসময় অনেক দোকানে পণ্য সাজিয়ে রাখা থাকলেও দোকানীকে খুজে পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জানান, বাজারে পণ্যের দাম ও মান নিয়ন্ত্রনে এবং ভোক্তার স্বার্থ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।