Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতাকে গ্রেপ্তার

Icon

পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৭:২০ পিএম

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতাকে গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজি মামলায় একেএম মঞ্জুর আলম ওরফে এমদাদ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮সেপ্টম্বর) পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এমদাদ উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এমদাদ বাউফল থানায় দায়ের করা একটি চাদাবাজি মামলার প্রধান আসামী।

মামলায় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর এমামদ কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলি এলাকার জেলেদের কাছে চাঁদা দাবি করে আসছিল। জেলেরা চাঁদার টাকা না দেওয়ায় গত ৩ অক্টোবর বিএনপি নেতা এমদাদ, তার ছেলে কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইফুদ্দিন ওরফে রিজভী ও ছাত্রদল নেতা তৌফিক এলাহি দলবল নিয়ে জেলেদের ওপর হামলা করেন। হামলায় নারীসহ ৫/৭ জেলে আহত হন। যার মধ্যে জাফর নামে এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ওই জেলে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  এ ঘটনায় গত ৫ অক্টোবর হামলার শিকার মো. মনির হোসেন নামে এক জেলে বিএনপি নেতা এমদাদ, তার ছেলে রিজভীসহ ২৪জনকে আসামী করে বাউফল থানায় মামলা করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, মনির নামে এক ব্যক্তির দায়ের করা চাদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন