Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পবিপ্রবি ভিসি

Icon

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পবিপ্রবি ভিসি

ছবি- পবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় করলেন পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে উপাচার্য ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯ টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের আবাসিক ভবনের সান্ধ্যকালীন অফিসে সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহসভাপতি মারসিফুল আলম রিমন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন সহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিক সমিতির ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।

সকলের প্রত্যাশা অনুযায়ী কাজ করার অনুভূতি ব্যাক্ত করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি এযাবতকাল পর্যন্ত সত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছে, এ ধারা অব্যাহত থাকলে আমরা আগামীতে একটা সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়তে পারবো।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন