Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পিএম

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু

ছবি- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির আয়োজনে আগত সাংবাদিকবৃন্দ

দোহারের (ঢাকা) মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায় অধিকার রক্ষা, নির্যাতন-নীপিড়ন প্রতিরোধ, দলীয় লেজুরবৃত্তিহীন পেশাদারিত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) নামে নতুন এক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। একুশে টিভি ও জনকন্ঠ প্রতিনিধি এম এ রায়হানকে আহবায়ক ও সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। 

কমিটির ৯ যুগ্ম আহবায়করা হচ্ছেন- আফজাল হোসেন (এনটিভি), শাহআলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথমআলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)। 

সংগঠনের উপদেষ্টা হিসেবে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজের নাম ঘোষণা করা হয়।

এ আহবায়ক কমিটি আগামি তিন মাসে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে। আহবায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করান প্রথম আলো বন্ধু সভা জাতীয় কমিটির চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন। 

গতকাল রবিবার সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় সারাদেশে কর্মরত গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মী নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশ করেন। 

দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন। এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন। 

বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা সহ দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরেন। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন