Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের দুই দিন পর জঙ্গলে মিলল আ. লীগ নেতার মরদেহ

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

নিখোঁজের দুই দিন পর জঙ্গলে মিলল আ. লীগ নেতার মরদেহ

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জামালের দোকান সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবু তাহের ভূঁইয়া উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

নিহতের পরিবারের লোকজন জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ির বাইরে যান আবু তাহের। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ২৩ অক্টোবর মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার দুপুরে স্থানীয়রা আবু তাহেরের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, লাশের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন