প্রতিকী ছবি
রাজধানীর কাফরুলে রোববার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন মোহাম্মদ রাজিব মিয়া (২১ ), সুমি আক্তার (১৮), সাহানা আক্তার (২২), মোহাম্মদ সুমন মিয়া (২৫) ও সুবর্ণা আক্তার (২২)।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, রাতে কাফরুল থেকে দগ্ধ নারীসহ পাঁচজনকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবাই শঙ্কামুক্ত।
দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল বলেন, ‘আমাদের বেশির ভাগ লোক পোশাকশ্রমিক। গত রাতে গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে চুলার সঙ্গে সংযোগ দেয়ার সময় চুলায় ম্যাচের কাঠি ধরানোর সাথে সাথে বিস্ফোরণ ঘটে।
‘এতে আগুন ধরে যায়। সেই আগুন নেভাতে গিয়ে তারা দগ্ধ হন। পরে আমরা আগুন নিভিয়ে ফেলে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসি।’