হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
ছবি-সংগৃহীত
ফরিদপুরের সালথায় কাসেম বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায় গোল্ডেন লাইন বাসের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কাসেম বেপারী হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া তার নামে আরও ১৫টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, কাসেম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়াদুদ মাতুব্বরকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে তাকে।
উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি এলাকায় মেলা বসে ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গত ১৪ অক্টোবর বিকালে মেলার ভেতরে কেনাকাটার সময় কাসেম ও মিলনের সঙ্গে থাকা তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রাামের মুসা মোল্যার ছেলে বাহাদুর মোল্যা। এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত হয়ে চাইনিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত কাসেম বেপারীর পিতা পান্নু বেপারী ২৯
জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন।